নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ জুন ২০২৪ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে দেওয়া বাড়িগুলো গৃহহীন ও ভূমিহীন মানুষের আত্মমর্যাদা ও আত্মসম্মান বয়ে আনছে।”
তিনি বলেন, “বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে বাড়ি দেওয়া হচ্ছে। তাই ভূমিহীন ও গৃহহীন মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে, যা তাদের জন্য আত্মমর্যাদা এনেছে এবং তাদের আত্মবিশ্বাসী করেছে।”
মঙ্গলবার সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঈদের আগে সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে উপহার হিসেবে আরও ১৮ হাজার ৫৬৬টি ঘর তুলে দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, তার সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণের সেবা করা। কারণ তারা আওয়ামী লীগের প্রতি আস্থা রেখেছেন এবং তার দলকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন।”
শেখ হাসিনা বলেন, “মানুষের সেবা করাই আমাদের দায়িত্ব। আমার বাবা নিজেকে জনগণের সেবক হিসেবে ঘোষণা করেছেন। আমিও আমার বাবার পদচিহ্ন অনুসরণ করে জনগণের সেবক হিসেবে কাজ করছি।”
প্রধানমন্ত্রী বলেন, “সরকার জাতির পিতার স্বপ্নের মতো মানুষকে সুন্দর ও উন্নত জীবন দিতে কাজ করে যাচ্ছে।”
উল্লেখ্য, সবার জন্য আবাসন নিশ্চিত করতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মঙ্গলবার সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আরও ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের মধ্যে জমির মালিকানার নথিসহ বাড়ি বিতরণ করেন শেখ হাসিনা।
Posted ৪:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুন ২০২৪
desharthonity.com | Rina Sristy