মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যেখানে খালি জায়গা সেখানেই গাছের চারা রোপণ করুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ জুন ২০২৪ | প্রিন্ট

যেখানে খালি জায়গা সেখানেই গাছের চারা রোপণ করুন: প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষায় যেখানে খালি জায়গা আছে সেখানেই গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আমাদের লক্ষ্য দেশ, জনগণ এবং প্রকৃতিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষিত করা।”

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ২০২৪’ এবং ‘পরিবেশ মেলা ২০২৪’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ২০২৩ এবং ২০২৪ সালের বঙ্গবন্ধু পুরস্কার, জাতীয় পরিবেশ পুরস্কার-২০২৩ এবং বৃক্ষরোপণের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২২ ও ২০২৩ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়াও সামাজিক বনায়ন কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, “প্রকৃতিকে রক্ষা করতে হবে, কারণ এটি আমাদের সবকিছু দেয়। আমরা যদি সুস্থ জীবনযাপন করতে চাই তবে আমাদের একটি সুন্দর পরিবেশ দরকার এবং প্রত্যেকেরই এর দিকে মনোনিবেশ করা উচিত।”

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ঘরের ছাদে বা অফিসে যেখানেই থাকুক না কেন খালি জায়গায় চারা রোপণ করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, “আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, যেখানেই খালি জায়গা আছে সেখানে চারা লাগান। ফল ধরাতে পারেন, ফলদ গাছ লাগাতে পারলে, কাঠ বিক্রি করে যথেষ্ট অর্থ পাওয়া যায়, কাঠের গাছ লাগালে, ভেষজ গাছ থেকে ওষুধও তৈরি হয়।

“প্রত্যেকেরই অফিস, স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসার প্রাঙ্গণ এমনকি বাড়ির ছাদেও গাছ লাগাতে হবে, যে গাছ আপনাকে আরাম দেয়, আপনি ছায়া পেতে পারেন, নিজের বাগানের ফল ও শাকসবজি খেয়ে আত্মতৃপ্তি পাওয়া যায়” বলেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার ও সচিব ড. ফারহিনা আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com