নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ জুন ২০২৪ | প্রিন্ট
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “লাগামহীন দুর্নীতি আইডিআরএ’র চেয়ারম্যানের, ধ্বংস করে দিচ্ছেন একের পর এক বীমা প্রতিষ্ঠান” শীর্ষক সংবাদে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সংশ্লিষ্ট অংশের প্রতি বিআইএর দৃষ্টি আকর্ষিত হয়েছে।
সংবাদের একটি অংশে “সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ধ্বংস করার এমন নীল নকসা বাস্তবায়নে জড়িত থাকার জন্য আইডিআরএ-এর চেয়ারম্যানের এমন প্রশাসক নিয়োগের নিন্দা জানিয়েছেন ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন” বলে উল্লেখ করা হয়েছে।
সংবাদের এ বিষয়টি সঠিক নয়। তাই এ ব্যাপারে বিআইএ প্রতিবাদ জানাচ্ছে। আইডিআরএ কর্তৃক গৃহিত কোন পদক্ষেপের বিষয়ে বিআইএ কখনও নিন্দা জানিয়ে কোন বিবৃতি প্রদান করেছে এমন নজির নেই। বীমা শিল্পের উন্নয়ন ও শৃঙ্খলা আনয়নে বিআইএ সর্বদা আইডিআরএকে সার্বিক সহযোগিতা ও সমর্থন করে আসছে।
বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকারের স্বাক্ষরিত নির্দেশক্রমায় এ প্রতিবাদ জানানো হয়।
Posted ২:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪
desharthonity.com | Rina Sristy