নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ জুন ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমটিবি পারপেচুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন হার (Coupon Rate) তথা সুদের হার ঘোষণা করা হয়েছে। ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে।
বৃহস্পতিবার (৩০ মে) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আগামী ৬ জুন থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন এমটিবি পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা।
এমটিবি পারপেচুয়াল বন্ডের হচ্ছে দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বন্ডটির আকার ৪শ কোটি টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। মোট ইউনিটের সংখ্যা ৪০০।
এমটিবি পারপেচুয়াল বন্ড অর্ধবাষিক হিসেবে মুনাফা বা সুদ দিয়ে থাকে। সর্বশেষ অর্ধবার্ষিকেও এই বন্ডের ইউনিটধারীদের ১০ শতাংশ মুনাফা দেওয়া হয়েছিল।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪
desharthonity.com | Rina Sristy