নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ মে ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বৈঠকে সম্পদ পুনর্মুল্যায়ন করার জন্য একটি ভ্যালুয়ার কোম্পানিকে নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, কোম্পানি মূলতঃ তার জমির পুনর্মূল্যায়ন করবে। ময়মনসিংহ জেলার ভালুকা থানার জমিরদিয়া মৌজায় এনভয় টেক্সটাইলসের ৩ হাজার ৯৬৯ দশমিক ৯৭ ডেসিমেল জমি রয়েছে। এই জমিতেই কোম্পানির কারখানা অবস্থিত। এছাড়া রাজধানীর কলাবাগান থানার পশ্চিম পান্থপথে কোম্পানির জমি ও ভবন রয়েছে। এগুলো পুনর্মূল্যায়ন করা হবে।
এনভয় টেক্সটাইলস কর্তৃপক্ষের ভাষ্য, সম্পদ পুনমূল্যায়নের মধ্য দিয়ে কোম্পানিটির প্রকৃত আর্থিক অবস্থার (Financial Position) চিত্র উঠে আসবে।
Posted ১:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০২৪
desharthonity.com | Rina Sristy