নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ | প্রিন্ট
উত্তরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ ও স্কুলের মার্কেটে দোকান বরাদ্দের নামে ৭ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের রাজশাহীর উত্তরা ব্যাংকের এজিএম আলীম মিয়াসহ ২ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর কমিশন থেকে সংস্থাটির রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়কে কর্মকর্তা নিয়োগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২২ মে) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহীর মোহনপুরের কেশরহাট উচ্চ বিদ্যালয়ের জমি বন্ধক রেখে নেওয়া ঋণের টাকা আত্মসাৎ ও মার্কেটে দোকান বরাদ্দের নামে জামানত হিসেবে নেওয়া ৭ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। রাজশাহীর মোহনপুরের কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ও রাজশাহীর উত্তরা ব্যাংক সাহেব বাজার শাখার ব্যবস্থাপক (এজিএম) মো. আলীম মিয়ার বিরুদ্ধে মূল অভিযোগ।
সূত্র আরও জানায়, কেশরহাট উচ্চবিদ্যালয়ে ৫টি বহুতল ব্যবসায়িক ভবনসহ শতাধিক দোকানপাট রয়েছে। যার অধিকাংশই প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা ছাড়াই একক আধিপত্য বিস্তার করে ডকুমেন্টস ছাড়াই ভাড়া দেওয়ার লাখ লাখ টাকা জামানতের অর্থ আত্মসাৎ করেছে।
এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। এর বাইরেও একাধিক মামলা রয়েছে। দুর্নীতির দায়ে প্রধান শিক্ষক শফিকুল ইতোমধ্যে সাময়িক বরখাস্ত রয়েছেন বলে জানা গেছে।
Posted ১:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
desharthonity.com | Rina Sristy