নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ মার্চ ২০২৩ | প্রিন্ট
শিগগিরই চূড়ান্ত হচ্ছে পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি সিইও নিয়োগে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে প্রার্থীদের সাক্ষাৎকার সম্পন্ন করেছে পরিচালনা পর্ষদ।
জানতে চাইলে পদ্মা লাইফের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম ব্যাংক বীমা অর্থনীতিকে বলেন, আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করে আইডিআরএ’র শর্ত পূরণে সক্ষম এমন পাঁচ জনের সাক্ষাৎকার আমরা ইতিমধ্যে নিয়েছি। এরমধ্যে অন্তত দুজন বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছেন। আগামী সপ্তাহের পর্ষদ সভায় নিয়োগের বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এরপর প্রয়োজনীয় অনুমোদনের জন্য আইডিআরএ পাঠাবো।
পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘদিন ধরেই ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করছে।
যদিও বীমা আইন ২০১০-এ কোনো বীমা কোম্পানিতে সিইও পদ একাধারে তিন মাসের অধিক খালি না রাখার বিষয়ে নির্দেশ আছে। তবে ক্ষেত্রবিশেষে নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন নিয়ে তা ছয় মাস বর্ধিত করার সুযোগ রয়েছে।
Posted ২:০৭ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩
desharthonity.com | Rina Sristy