সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক বাড়লেও ক্রেতা সংকটে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ মার্চ ২০২৩ | প্রিন্ট

সূচক বাড়লেও ক্রেতা সংকটে শেয়ারবাজার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ মার্চ) দেশের শেয়ারবাজারে সূচক সামান্য বেড়েছে। সেইসঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এরপরও ডিএসইতে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান ক্রেতা সংকটের মধ্যে পড়ে। ক্রেতা সংকটে পড়া এসব প্রতিষ্ঠানের দাম ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) এসে ঠেকেছে। এর মধ্যে নতুন করে ফ্লোর প্রাইসে এসে ঠেকেছে সাতটি প্রতিষ্ঠান। ফ্লোরপ্রাইসে আটকে যাওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীরা।

প্রতিদিন দিনের সর্বনিম্ন দামে বা ফ্লোর প্রাইসে এসব প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ শেয়ার ও ইউনিট বিক্রির আদেশ আসছে। বিপরীতে শূন্য পড়ে থাকছে ক্রয় আদেশের ঘর। ফলে যারা দিনের সর্বনিম্ন দামে বিক্রির চেষ্টা করছেন তাদের সিংহভাগ ব্যর্থ হচ্ছেন। এতে শেয়ারবাজারের লেনদেনেও নেতিবাচক প্রভাব পড়ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরুতে হতেই ডিএসইর প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের শেষপর্যন্ত অব্যাহত থাকে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ৯৫টি প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় স্থান করে নিতে পারছে। বিপরীতে দাম কমেছে ৩৮টির। আর ২০১টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম কমার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাতটির শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ কমে ফ্লোর প্রাইসে এসে ঠেকেছে। এর মাধ্যমে লেনদেনে অংশ নেওয়া ১৯৭টি প্রতিষ্ঠান ফ্লোর প্রাইসে আটকে থাকে।

এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৩ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৭১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসেবে বাজারটিতে লেনদেন বেড়েছে ১৮ কোটি ১৩ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের ২৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ২১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- এডিএন টেলিকম, সি পার্ল বিচ রিসোর্ট, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্ক, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং আলহাজ টেক্সটাইল।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩১টির এবং ৮৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২০ কোটি ৮৮ লাখ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com