নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ মার্চ ২০২৪ | প্রিন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮ থেকে ২১ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।
বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। শনিবার (২৩ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহে স্টাইল ক্রাফটের শেয়ার দর কমেছে ১৬.৪৯ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৪৫.২০ টাকা। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৬.৪৯ টাকা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালের ১০ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.৬৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৯.৪৮ শতাংশ, পিপলস লিজিংয়ের ৮.৭০ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৭.৮১ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ৭.৫০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৭.১৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৬.৯২ শতাংশ এবং নিউ লাইন ক্লোথিংসের ৬.৭৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০২৪
desharthonity.com | Rina Sristy