সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ মার্চ ২০২৩ | প্রিন্ট

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

সূচকের মিশ্র প্রবণতার মধ্যে দিয়ে মঙ্গলবার (৭ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। তবে, উভয় স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক শূন্য দশমিক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ১০ পয়েন্ট কমে ২ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৭ টি কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১১০টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৪৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৭ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৫৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৬টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত আছে ৮২টির। দিন শেষে সিএসইতে ২০ কোটি ১৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৭ অপরাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com