সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১৬৩ টাকায় সয়াবিন পাওয়া না গেলে তাৎক্ষণিক ব্যবস্থা : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মার্চ ২০২৪ | প্রিন্ট

১৬৩ টাকায় সয়াবিন পাওয়া না গেলে তাৎক্ষণিক ব্যবস্থা : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাজারে ১৬৩ টাকায় বোতলজাত সয়াবিন তেল এবং ১৪৯ টাকায় খোলা তেল পাওয়া না গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডি-৮-এর সুপারভাইজরি কাউন্সিলের ৭ম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাজারে গিয়ে যদি দেখেন— ১৬৩ টাকা মূল্যের তেল নেই তাহলে আমাদের জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ১ তারিখ থেকে সবগুলো ফ্যাক্টরিতে ১৬৩ টাকা দরে প্রতিটা সয়াবিন তেল বাজারজাত হচ্ছে এটা আমার নিশ্চিত করেছি। আমাদের মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। আশা করি ভোক্তারা এটা সুবিধা পাওয়া শুরু করছে। বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা এবং খোলা তেল ১৫৯ টাকায় বিক্রি শুরু হয়েছে। আপনারা ২-৩ দিন অথবা ৭ দিন আগে বাজারে গিয়ে পাননি কিন্তু এখন পাবেন।

তিনি বলেন, আমাদের একটা সুগার মিলে আগুন ধরেছে। অবশ্যই এটা একটা দুঃখজনক ঘটনা। এখানে ৩০ হাজার মেট্রিক টনের মতো ক্ষতি হয়েছে। এটা ওভার অল বাজারে কোনো ইম্প্যাক্ট পড়বে না। গতকাল রাত থেকে এ বিষয়টা নজরদারিতে আছে। আমাদের বিভিন্ন এজেন্সি কাজ করছে। আজ বিকেলের মধ্যে সবগুলো ফ্যাক্টরির প্রতিবেদনও পেয়ে যাব। আমি এতোটুকু অশ্বস্ত করতে পারি এই একটি ফ্যাক্টরিতে আগুন লাগার কারণে সাপ্লাই চেইন ব্যাহত হবে না। কেউ যদি এটা সুযোগ হিসেবে নিয়ে কিছু করতে চায় তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। প্রাকৃতিক এই আগুনকে পুঁজি করে কেউ যেন ব্যবসা করতে না পারে সে ব্যাপারে আমরা শক্ত হস্তে ব্যবস্থা নেব।

 

তিনি আরও বলেন, অত্যন্ত অল্প পরিমাণে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা কোম্পানির জন্য অনেক বড় ক্ষতি। কিন্তু বাজারে প্রভাব পড়ার মতো কোনো ক্ষতি হয়নি। খোলা বাজারে চিনির সাপ্লাই এবং দামে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com