নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার চালু রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, রবিবার রাতে মুসলমান সম্প্রদায়ের পবিত্র শবে বরাত পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সরকারি ছুটি। যার কারণে কাস্টমসের সব বিভাগ বন্ধ থাকায় সকাল থেকেই হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে ট্রাক থেকে পণ্য খালাস ভর্তি, ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে পুনরায় দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমের কোনও বন্ধ নেই। যথারীতি অন্য দিনের মতোই আজ সকাল থেকেই দুই দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার চালু রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
Posted ১:২৪ অপরাহ্ণ | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy