নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ২টি হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং গ্রামীণ ফোন।
রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ ফেব্রুয়ারি এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান গ্রামীণফোন।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি ইপিএস ছিল ২২ টাকা ২৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ০২ মার্চ।
এদিকে, মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ২০২১, ২০২২ এবং ২০২৩ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে দেখানো হয়েছে, ২০২০ সালের জুনের পর থেকে কোম্পানিটি লোকসানে রয়েছে। এর মধ্যে (জুলাই ২০২০ থেকে জুন ২০২১) ২০২১ সালে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৮৫ পয়সা। ২০২২ সালে ছিল ৩ টাকা ৭৮ পয়সা এবং ২০২৩ সালে শেয়ারপ্রতি লোকসান দেখিয়েছে ২ টাকা ৪৯ পয়সা।
ঘোষিত নো ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩১ মার্চ বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।
Posted ২:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy