সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিনিয়োগ পরবর্তী সব সেবা প্রদানে বদ্ধপরিকর বিডা’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

‘বিনিয়োগ পরবর্তী সব সেবা প্রদানে বদ্ধপরিকর বিডা’

বিনিয়োগকারীদের বিনিয়োগ পরবর্তী সব ধরনের সেবা প্রদানে বিডা বদ্ধপরিকর বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

তিনি বলেন, বিনিয়োগের পরবর্তী সময়ে একজন বিনিয়োগকারী ই-কর্মাস, ট্রেড মার্ক ইস্যু, ভিসা ইস্যু, যন্ত্রপাতি আমদানিসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের বিডার মাল্টিপারপাস হলে জাপানি বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎ ও এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, স্মার্ট বিনিয়োগ সেবা প্রদানের লক্ষ্যে আমরা ওএসএস প্লাটফর্মের মাধ্যমে ডিজিটাল বিনিয়োগ সেবা প্রদানসহ, বিনিয়োগ পরবর্তী সব সময়েও বিনিয়োগকারীদের সেবা প্রদান করে আসছি।

এসময়ে তিনি জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক উল্লেখ্য করে বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই জাপান বাংলাদেশের অন্যতম ভালো এবং আমাদের উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি আমাদের অবকাঠামো উন্নয়নে জাপানের অবদান অনস্বীকার্য।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিউং হো লি ও জেট্রোর ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুনোরি ইয়ামাদা।

মিউং হো লি বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশ বিনিয়োগের অন্যতম সেরা গন্তব্য। এখানে নিরাপদ বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে এবং দেশটিতে ক্রম উন্নয়নের ফলে বাংলাদেশ ২০২৬ এলডিসি গ্রাজুয়েশন লাভ করবে। তাই জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে বিশেষ আগ্রহী।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com