নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন সিস্টেমস লিমিটেডের একটি বিদ্যুতকেন্দ্রের বিদ্যুত বিক্রির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি ফেনিতে অবস্থিত এই কেন্দ্রটির চুক্তি শেষ হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত বিদ্যুতকেন্দ্রটির উৎপাদনক্ষমতা ২২ মেগাওয়াট। সরকার কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনে নিতো। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সরকার আর বিদ্যুত কিনবে না।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানির পক্ষ থেকে সরকারের কাছে চুক্তির মেয়াদ নবায়ন করার জন্য আবেদন করা হয়েছে। বর্তমানে কোম্পানির তিনটি কেন্দ্র থেকে সরকার বিদ্যুৎ কিনছে।
Posted ১২:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy