নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজের অবস্থান জার্মানির কাছে হারিয়েছে জাপান।
২০২৩ সালে জাপানের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ ছিল ৫৯১.৫ ট্রিলিয়ন ইয়েন বা গত বছরের গড় বিনিময় হারের ওপর ভিত্তি করে প্রায় ৪.২ ট্রিলিয়ন ডলার। জার্মানির প্রাথমিক জিডিপি জাপানকে ছাড়িয়ে প্রায় ৪.৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
১৯৬৮ সাল থেকে কয়েক দশক ধরে জাপানের অর্থনীতি ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। তবে ২০১০ সালে চীন জাপানকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার পর ২০২২ সাল পর্যন্ত তৃতীয় স্থান ধরে রেখেছিল জাপান। জার্মানির জনসংখ্যা জাপানের প্রায় দুই-তৃতীয়াংশ।
১৯৯০-এর দশকের গোড়ার দিক থেকে দীর্ঘায়িত ধীরগতির প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির ফলে ভোক্তা ব্যয়ের পরিমাণ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিনিয়োগ হ্রাস পায়। দুর্বল ইয়েন ডলারের বিপরীতে যখন জাপানের অর্থনীতির মূল্য কমিয়ে দিয়েছে, সেই সময় জার্মানিতে উচ্চ মূল্যস্ফীতি নামমাত্র জার্মান জিডিপি বৃদ্ধিতে সাহায্য করেছে।
Posted ১২:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy