নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো নূরুল আলম বলেছেন, সিলেট ১০ কূপ গ্যাসের জন্য খনন করা হয়েছিল। কিন্তু সেখান থেকে এখন তেল পাওয়া যাচ্ছে।স্বাভাবিকভাবেই এই তেলের জন্য একটা পরিকল্পনা করতে হবে। কতটুকু তেল আছে, সেটা জানতে আরো ৪-৫ মাস সময় লাগবে। আমার বিশ্বাস, সঠিকভাবে অনুসন্ধান করা গেলে সিলেট থেকে আরো তেল পাওয়া যাবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) হোটেল সোনারগাঁওয়ে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি-কর্তৃক ভোলার সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের গ্যাস কম্প্রেসডপূর্বক পরিবহন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সচিব বলেন, সিলেটের কূপ থেকে ১৫ এমএমসিএফ গ্যাস পাব বলে ধারণা করা হয়েছিল। কিন্তু সেখান থেকে প্রায় ৬০ এমএমসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, যদি আরো তিনটি কূপ খনন করা হয়। এখন এই উৎপাদনটাকে বাড়িয়ে যদি আমরা আমদানি কমাতে পারি, তাহলে সেটা ইতিবাচক একটি বিষয় হবে।
তিনি আরো বলেন, শিল্পের বিকাশের জন্য আমরা প্রাইমারি ফুয়েল সাপ্লাই দিচ্ছি। কারণ শিল্পে গ্যাস দিতে না পারলে গ্যাস আবিষ্কারের কোনো সার্থকতা নেই। আমাদের মাটির নিচের খনিজ সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে।
ইন্ট্রাকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এইচ এম হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।
Posted ২:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy