সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ছাঁটাই হলেন জুমের প্রেসিডেন্ট গ্রেগ টম্ব

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট

এবার ছাঁটাই হলেন জুমের প্রেসিডেন্ট গ্রেগ টম্ব

বিশ্বজুড়ে প্রযুক্তিশিল্পে চলছে কর্মী ছাঁটাইয়ের মচ্ছব। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, কোম্পানির মধ্যম ও নিম্ন সারির কর্মীদের ছাঁটাই করা হয়। কিন্তু এবার তার ব্যতিক্রম দেখা গেল।

বিবিসির সংবাদে বলা হয়েছে, ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম জুম তাঁর প্রেসিডেন্ট গ্রেগ টম্বকে বরখাস্ত করেছে। বরখাস্তের বিষয়ে গ্রেগ টম্ব জুমের প্রতিষ্ঠাতা এরিক ইউয়ানের সঙ্গে কথা বলেছেন। এর আগে জুম ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাই করেছিল।

জুমে যোগ দেওয়ার আগে গ্রেগ টম্ব গুগলের নির্বাহী পদে কাজ করতেন। গত বছরের জুনে তিনি জুমের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থাকে দেওয়া জুমের তথ্যানুসারে, সুনির্দিষ্ট কারণ ছাড়াই টম্বের চুক্তি হঠাৎই বাতিল করে দেওয়া হয়েছে।

গ্রেগ টম্বের নিয়োগের সময় জুমের প্রধান নির্বাহী এরিক ইউয়ান বলেছিলেন, ‘গ্রেগ টম্ব প্রযুক্তি খাতের অভিজ্ঞ মানুষ। জুমের সঙ্গে তাঁর পথচলা শুরু হলো। তাঁর নেতৃত্ব নিয়ে আমরা উচ্ছ্বসিত।’

এরিক ইউয়ান ২০১১ সালে জুম প্রতিষ্ঠা করেন। শুরুতে এটি তেমন জনপ্রিয়তা পায়নি। তবে কোভিড-১৯ মহামারির সময়ে মানুষ যখন ঘরে বসে কাজ করছিল, ঠিক তখনই ভিডিও অ্যাপ জুমের জনপ্রিয়তা বেড়ে যায়। তখন বাড়িতে বসে কাজ, বিভিন্ন প্রশিক্ষণ, অনলাইন ক্লাস ও সামাজিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে জুমের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।

জুমের হিসাব অনুসারে, ২০২০ সালে এপ্রিলের মাঝামাঝিতে দৈনিক ৩০০ মিলিয়ন কল হতো জুম প্ল্যাটফর্মের মাধ্যমে।

স্বাভাবিকভাবেই করোনার পর এ প্ল্যাটফর্মের ব্যবহার কমে গেছে। তাই খরচ কমাতে তারা টুইটার, মেটা ও গুগলের মতো একই পথে হাঁটছে। ফেব্রুয়ারি মাসে তারা ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করেছে।

গত বছর টুইটারের মালিকানার নিয়ন্ত্রণ নিয়েই প্রতিষ্ঠানটির বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক। টুইটারের পর একে একে মাইক্রোসফট, গুগল, ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটাও ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২২ সালে সব মিলিয়ে প্রযুক্তি কোম্পানিগুলোর প্রায় দেড় লাখ কর্মী ছাঁটাই হয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com