নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি’২৩-০২ মার্চ’২৩) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এডিএন টেলিকমের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির বা গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৬ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪১ টাকায়। আগের সপ্তাহের চেয়েও কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ টাকা ৬০ পয়সা বা ১৮.৫৯ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৭.৪৬ শতাংশ, আলহ্বাজ টেক্সটাইলের ১০.৪৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, আমরা টেকনোলজির ৯.০৬ শতাংশ, জেমিনী সী ফুডের ৮.১০ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৭.৪৫ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৬.৯৬ শতাংশ, বেঙ্গল উইনসোরের ৬.০১ শতাংশ এবং প্রগতি ইন্স্যুরেন্সের ৫.৮৫ শতাংশ দর বেড়েছে।
Posted ৭:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩
desharthonity.com | Rina Sristy