বুধবার ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সম্মাননা পেল সরকারি বেসরকারি ৯ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

সম্মাননা পেল সরকারি বেসরকারি ৯ প্রতিষ্ঠান

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) ৬০ বছর পূর্তি উদ্‌যাপন ও দুই দিনব্যাপী বিনিয়োগ মেলার সমাপনী অনুষ্ঠানে নানা খাতে অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

স্টার ডিইআই টিম অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; স্টার ডিইআই টিম অব দ্য ইয়ার স্পেশাল মেনশন পেয়েছে গ্রামীণ ফোন; ডিইআই চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ডিইআই চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার স্পেশাল মেনশন পেয়েছে বেয়ার ক্রপ সায়েন্স লিমিটেড।

এ ছাড়া নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশ পুলিশ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে পদক দেওয়া হয়।

ঢাকার হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সোমবার রাতে এফআইসিসিআইয়ের দুই দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ব্যাংক খাতে মৌলিক সমস্যা আছে; স্বল্পমেয়াদি আমানত নিয়ে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হচ্ছে। সে জন্য তারল্যসংকট তৈরি হয়েছে।

সালমান এফ রহমান এ সময় সরকারের উদ্যোগের ফলে নানা খাতে উন্নয়নের ফিরিস্তি দিয়ে বলেন, বর্তমান সরকারের সময়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে; এখন শিক্ষা ও স্বাস্থ্য খাতে উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে প্রযুক্তির সহায়তা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত এফআইসিসিআইয়ের বিনিয়োগ মেলায় ৪০টি স্টল অংশ নেয়। ৩৫টি দেশের দুই শতাধিক সদস্যের প্রতিনিধিত্বকারী সংগঠন এফআইসিসিআইয়ের এই মেলা সোমবার শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, ‘অনেক বিদেশি কোম্পানির নেতৃত্ব দিচ্ছেন দেশি ব্যক্তিরা; সে জন্য আমরা গর্বিত। প্রবৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, তাই সরকারের ধারাবাহিকতা থাকা দরকার।’

সমাপনী অনুষ্ঠানে এফআইসিসিআইয়ের সভাপতি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘বিদেশি বিনিয়োগ আমাদের প্রয়োজন, এর সঙ্গে বেশি প্রয়োজন জ্ঞান ও অভিজ্ঞতা। সে জন্য আমরা বিভিন্ন প্রকাশনা অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব প্রতি তিন মাস পরপর আমাদের সঙ্গে আলোচনার কথা বলে গেছেন। এটা কেবল শুরু, ভবিষ্যতে আরও উদ্যোগ আসবে। স্বল্প সময়ের জন্য যেসব সমস্যা এসেছে, সেগুলো দেখে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। বিদেশি কোম্পানিগুলো দেশের প্রতিটি খাতে ভালো অবস্থানে আছে; এর সঙ্গে জড়িয়ে আছে দেশের ৫০ লাখ মানুষ।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।

গত রোববার এফআইসিসিআইয়ের ৬০ বছর পূর্তি উদ্‌যাপন এবং দুই দিনব্যাপী বিনিয়োগ মেলার উদ্বোধন করা হয়। সংগঠনটির ৬০ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই দিনব্যাপী অনুষ্ঠানে বলা হয়, দেশের উন্নয়নের সূচনালগ্ন থেকে একটি প্রতিযোগিতামূলক দেশ হিসেবে নিজেদের গঠন করাই ছিল এফআইসিসিআইয়ের এ মূল লক্ষ্য। এ ছাড়া ছিল বৈদেশিক বিনিয়োগকারীদের বাণিজ্য করার সুযোগ তৈরি করে দেওয়া। এখন লক্ষ্য হচ্ছে, ২০৪১ সালের মধ্যে নিজেদের উন্নত দেশ হিসেবে গড়ে তোলা।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com