বুধবার ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তেলবাহী লরি গন্তব্যে পৌঁছাতে নিরাপত্তা দিচ্ছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

তেলবাহী লরি গন্তব্যে পৌঁছাতে নিরাপত্তা দিচ্ছে র‍্যাব

সিলেট থেকে ছেড়ে আসা রংপুর ও দিনাজপুরগামী তেলবাহী লরি গন্তব্যে পৌঁছে দিতে নিরাপত্তা দিচ্ছে র‍্যাব। এদিন ৪৭টি তেলবাহী লরি নিরাপদে পৌঁছে দিতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র‌্যাব কাজ করে।

বৃহস্পতিবার র‌্যাব সদরদপ্তর জানিয়েছে, তেলবাহী লরি কনভয়কে এসকর্ট দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

সিলেট থেকে আসা মোট ৪৭টি তেলবাহী লরির কনভয়কে এসকর্ট দেওয়া হচ্ছে, যার গন্তব্য রংপুর ও দিনাজপুর। এসব তেলবাহী লরির দশটির গন্তব্যস্থল রংপুর সদর পেট্রোলিয়াম ডিপো এবং বাকি ৩৭টির গন্তব্যস্থল পার্বতীপুর পেট্রোলিয়াম ডিপো।

র‍্যাব-১৩, পুলিশ, বিজিবি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ টহল দল দশটি গাড়ি এবং ৩৭টি গাড়ির কনভয় দুটিকে এসকর্ট করে গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দিচ্ছে।

এদিকে র‌্যাব সদরদপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। ওইদিন রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল, বিজয়নগর এলাকা। সংঘর্ষে এক পুলিশ সদস্য ও একজন যুবদল নেতা নিহত হন। এর পর থেকে বিএনপি বিরতি দিয়ে অবরোধ কর্মসূচি পালন করে আসছে। সবশেষ পঞ্চম দফায় গত বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াত।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com