সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শহরজুড়ে জলাবদ্ধতা সিলেটে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

শহরজুড়ে জলাবদ্ধতা সিলেটে

কয়েক দিনের টানা বর্ষণে সিলেট নগরীতে সৃষ্টি হয়েছে তীব্র জলবদ্ধতা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার বাসিন্দা।

 

আজ শনিবার (৭ অক্টোবর) তৃতীয় দিনের মতো সিলেটে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, তিনদিনের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টির ফলে নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। সড়ক উপচে পানি ঢুকেছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এছাড়া নগরীর নিচু এলাকার প্রায় সব সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

শুধু শুক্রবার দিবাগত রাতের বৃষ্টিতে বিভাগের সবচেয়ে ব্যস্ততম চিকিৎসা সেবাকেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।

নগরীর আম্বরখানা-বিমানবন্দর সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া মেজরটিলা এলাকায় বৃষ্টির পানিতে অনেকটাই গৃহবন্দি হয়ে আছেন বাসিন্দারা।

নগরীর খাসদবির, চৌকিদেখি, কাজল শাহ, উপশহর, দরগাহ মহল্লা, বাগবাড়ি, কানিশাইল, লামাপাড়া, লালা দিঘিরপাড়, মাছুদিঘির পাড়সহ বেশ কয়েকটি এলাকার দোকানপাট ও বাড়িতে পানি প্রবেশ করেছে। শুধু এসব এলাকা নয়, নগরীর প্রায় সব এলাকার চিত্রই ছিল একইরকম। জলাবদ্ধ-কর্দমাক্ত সড়কে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথ চলা মানুষদের।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, আজ সকাল ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেটে ৩৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় যার পরিমাণ ছিল ৫০ দশমিক ৮ মিলিমিটার। আগামীকাল রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ৩:০৩ অপরাহ্ণ | শনিবার, ০৭ অক্টোবর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com