সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার রাখার আহ্বান বিজিএমইএ’র

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

অস্ট্রেলিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার রাখার আহ্বান বিজিএমইএ’র

অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ারকে বাংলাদেশের জন্য দেশটির শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় হাইকমিশনার ও বিজিএমইএ সভাপতির মধ্যে বাণিজ্য সুযোগ নিয়ে আলোচনা হয়। বিজিএমইএর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান, অস্ট্রেলিয়ান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক) জোশুয়া গাকুটান এবং ট্রেড অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ম্যানেজার নিটোল দেওয়ান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থ এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিরাজমান বাণিজ্যের সুযোগগুলো কাজে লাগাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয়পক্ষই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা অংশীদারিত্ব জোরদারকরণের এবং উচ্চ সম্ভাবনার ক্ষেত্রগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায়গুলোও চিহ্নিত করেন।

বৈঠকে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল এলডিসি-পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখা। বিজিএমইএ সভাপতি এ ব্যাপারে কৃতজ্ঞতা জানান।

অস্ট্রেলিয়ার বাজারে বিশেষ করে হাই-অ্যান্ড ফ্যাশন আইটেম রপ্তানিতে বাংলাদেশের গভীর আগ্রহ এবং বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য অস্ট্রেলিয়া থেকে তুলা ও উলের আমদানি বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য একটি প্রতিশ্রুতিশীল বাজার হিসেবে অস্ট্রেলিয়ার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

তিনি অস্ট্রেলিয়ার তুলা এবং উলের মতো কাঁচামালের সরবরাহকারী এবং বাংলাদেশের পোশাকখাতের মধ্যে সংযোগ বাড়ানোর গুরুত্বও তুলে ধরেন। ফারুক হাসান চলতি বছরের ১৮ জুলাই মেলবোর্নে প্রথমবারের মতো বাংলাদেশ অ্যাপারেল সামিট আয়োজনে সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, পরিচালক নীলা হোসনে আরা, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটির চেয়ারম্যান শোভন ইসলাম, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন আরএসসির চেয়ারম্যান নাফিস-উদ-দৌলা এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com