নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
জমকালো আয়োজনে রাজধানী ঢাকার হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাপোলো টায়ারস ও ইফাদ মোটরসের দ্বিতীয় ডিলার কনফারেন্স। অংশীদারিত্ব বৃদ্ধি এবং টায়ার শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতিকে ধারণ করে আয়োজিত হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে অ্যাপোলো টায়ারস ও ইফাদ মোটরস সম্মিলিতভাবে অত্যাধুনিক অ্যাপোলে ভিহান সিরিজ ও অ্যাপোলে এসএল এইচডি ১৮পিআর টায়ার উন্মোচন করে, যা বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির অসাধারণ অগ্রযাত্রার একটি মাইলফলক।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাজেশ দাহিয়া, ভাইস প্রেসিডেন্ট, সেলস অ্যান্ড সার্ভিস আইএসও (ভারত, সার্ক ও ওশেনিয়া)।
পাশাপাশি অনুষ্ঠানে অ্যাপোলো টায়ারসের বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজেশ উদয় কুমার, হেড অব সেলস (সার্ক অ্যান্ড ওশেনিয়া), মি. শান্তনু দত্ত, কান্ট্রি হেড, বাংলাদেশ, আরিফুল করিম, গ্রুপ ম্যানেজার, বাংলাদেশ, এ.কে.এম. মনজুরুল করিম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, বাংলাদেশ, শিব শঙ্কর সিং, কাস্টমার সার্ভিস ম্যানেজার, বাংলাদেশ।
অ্যাপোলো টায়ারসের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ, ভাইস চেয়ারম্যান তাশফিন আহমেদ, গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, হেড অব বিজনেস অপারেশন, সেলস অ্যান্ড মার্কেটিং, মুয়ীদুর রহমান তানভীর, ন্যাশনাল সেলস ম্যানেজার, মো. শামীম হায়দারসহ ইফাদ মোটরসের উচ্চপদস্থ কর্মকর্তারা।
সদ্য উন্মোচিত অ্যাপোলে ভিহান সিরিজ ও অ্যাপোলে এসএল এইচডি ১৮পিআর টায়ার শিল্পে কর্মক্ষমতা, স্থায়িত্ব এবং নিরাপত্তার জন্য এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।
এছাড়া এই অনুষ্ঠানে, অ্যাপোলো টায়ারস এবং ইফাদ মোটরস অ্যাপোলে এনডু রেস এমএ’র ১ লাখ ইউনিট বিক্রির উল্লেখযোগ্য মাইলফলক উদযাপন করে।
Posted ১২:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
desharthonity.com | Rina Sristy