নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ২৮টি উদ্ভাবন আর্থিক প্রযুক্তি বা ফিনটেক পুরস্কার পেয়েছে। গত শনিবার রাতে রাজধানীর হোটেল র্যাডিসনে দ্বিতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে বাংলাদেশ ফিনটেক ফোরাম এর উদ্যোগ নেয়।
গতকাল আয়োজকদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪টি উদ্ভাবন অর্জন করে ফিনটেক অ্যাওয়ার্ড এবং ১৪টি উদ্ভাবন ‘অনারেবল মেনশন’ সম্মাননা পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ ফিনটেক ফোরাম এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম উদ্বোধনী বক্তব্য দেন।
এ আয়োজনে সহযোগিতা করে মাস্টারকার্ড, বিকাশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উপায়, বেসিস এবং দ্য ডেইলি স্টার।
১১টি ক্যাটেগরিতে সম্মাননা প্রদানের জন্য এ বছরের ৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন গ্রহণ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১২৩টি নমিনেশন পুরস্কারের জন্য জমা পড়ে। সেরা ফিনটেক উদ্ভাবন বাছাই করতে পাঁচটি গ্র্যান্ড জুরি সেশনের আয়োজন করা হয়। দেশের ব্যাংকিং এবং ফাইন্যান্স খাতের ২০ জন বিশেষজ্ঞ বহুমুখী পর্যালোচনা এবং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করেন। সেরা উদ্ভাবনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য রয়েছে সরকারের এটুআই প্রোগ্রাম, দি সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, এমটিবি, বিকাশ, উপায়, আইপিডিসি ফাইন্যান্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, ম্যাগনাস করপোরেশন ইত্যাদি। কোনো কোনো প্রতিষ্ঠান একাধিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।
অ্যাওয়ার্ড আয়োজনের আগে বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় চতুর্থ বাংলাদেশ ফিনটেক সামিট। সামিটের বিভিন্ন আলোচনায় প্রাসঙ্গিক হয়ে ওঠে ডিজিটাল যুগে ব্যাংকিং খাতের উপর্যুপরি পরিবর্তনের দিকনির্দেশনা, বাংলাদেশের ফিনটেক উদ্ভাবনীর বিকাশের জন্য প্রয়োজনীয় ধাপ, সম্ভাবনা এবং বৈশ্বিকভাবে প্রচলিত রীতি বাস্তবায়নের বিভিন্ন দিক, ফিনটেকে ব্লকচেইনের গুরুত্ব ইত্যাদি।
বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিনটেক অ্যাওয়ার্ডে পাঁচটিতে বিজয়ী ও দুটিতে ‘অনারেবল মেনশন’ পেয়ে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। পুরস্কার গ্রহণের পাশাপাশি দিনব্যাপী আয়োজিত ফিনটেক সামিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ারের সঞ্চালনায় ‘ফায়ারসাইড চ্যাট’-এ বিকাশের সিইও কামাল কাদীর ‘বাংলাদেশের ক্ষমতায়ন: ফিনটেক যেভাবে আর্থিক খাতের ভবিষ্যৎ নির্ধারণ করছে’ বিষয়ের ওপর আলোচনা করেন।
Posted ১:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩
desharthonity.com | Rina Sristy