সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দাবানলে পুড়ছে হাওয়াইয়ের ঐতিহাসিক শহর, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট

দাবানলে পুড়ছে হাওয়াইয়ের ঐতিহাসিক শহর, নিহত ৬

দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপ। এতে পুড়ে ছাই হয়ে গেছে ঐতিহাসিক শহর লাহাইনা। বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়া আগুনে মারা গেছেন অন্তত ছয়জন। খবর বিবিসি।

 

প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপের কাছে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়। আগুন ছড়িয়ে পড়তে এর বাতাসের যথেষ্ট ভূমিকা রয়েছে।

গতকাল বুধবার (৯ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা হতাহতের খবর নিশ্চিত করেছেন। তারা জানান, মাউই কাউন্টিতে অন্তত ছয়জন নিহত হয়েছে।

রাজ্যটির মার্কিন সিনেটর ব্রায়ান শ্যাটেজ সোশ্যাল মিডিয়ায় জানান, লাহাইনা প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

সঙ্গে জানান, অগ্নিনির্বাপক কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। উদ্ধারকর্মীরা অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হচ্ছে, মাউইয়ের হাসপাতালে অনেক মানুষ ভর্তি হয়েছেন। যাদের বেশিরভাগ অগ্নিদগ্ধ বা ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন।

গতকাল ভোরে কিছু লোক আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপ দিয়েছেন। অন্তত ১২ জনকে পানি থেকে উদ্ধারের খবর নিশ্চিত করেছে মার্কিন কোস্ট গার্ড।

এক সংবাদ সম্মেলনে মাউই কাউন্টির মেয়র রিচার্ড বিসেন জুনিয়র বলেন, অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

শহরটিতে প্রায় ১২ হাজার লোক বাস। শুধু বাড়িঘরই নয় আগুনের শিকার হয়েছে নৌযানও। স্থানীয় বাসিন্দা ক্রিসি লোভিট সংবাদমাধ্যমকে জানান, বন্দরের প্রতিটি নৌকা জ্বলছে। যুদ্ধের সিনেমায় যেভাবে দেখা যায়, বন্দরের অবস্থা তেমন।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে কর্মকর্তারা বলছেন, মাউইতে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা কঠিন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় দুই হাজার ১০০ মানুষ।

লাহাইনার কয়েকজন বাসিন্দা জানান, পরিবারের নিখোঁজ সদস্যদের নিয়ে তারা চিন্তিত। তাদেরই একজন টিয়ারে লরেন্স। তিনি বলেন, ‘আমি এখনো জানি না আমার ছোট ভাই কোথায় আছে। আমার সৎ বাবা কোথায় জানি না। লাহাইনায় যাদের চিনি তাদের সবার বাড়িঘর পুড়ে গেছে।’

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com