নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখার জন্য ছয় ক্যাটাগরিতে ১২টি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার দেবে সরকার।
বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও হাই-টেক শিল্প ক্যাটাগরিতে ২০২২ সালের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করে সোমবার (৭ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শিল্প উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
এবার বৃহৎ শিল্প শ্রেণিতে রানার অটোমোবাইলস, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস ও বিএসআরএম স্টিলস পুরস্কার পাচ্ছে।
মাঝারি শিল্প শ্রেণিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে নিতা কোম্পানি ও নোমান টেরি টাওয়েল মিলস। ক্ষুদ্র শিল্পে পুরস্কার পাচ্ছে হজরত আমানত শাহ স্পিনিং মিলস, বসুমতী ডিস্ট্রিবিউশন ও টেকনো মিডিয়া।
এছাড়া হাইটেক শিল্পে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও সুপারস্টার ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ; মাইক্রো শিল্পে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং ও কুটিরশিল্পে সামসুন্নাহার টেক্সটাইল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।
Posted ৪:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
desharthonity.com | Rina Sristy