নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ | প্রিন্ট
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনের (আইওএসকো) বার্ষিক সভা ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১৪ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও আইওএসকোর এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কমিটির (এপিআরসি) ভাইস-চেয়ার এবং আইওএসকো বোর্ডের সদস্য অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম চলতি বছরের ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত এপিআরসি সভা এবং ১৩ জুন থাইল্যান্ডে অনুষ্ঠিত এপিআরসি সভা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি উপস্থাপন করে আইওএসকো বোর্ডের সদস্যদেরকে এ বিষয়ে অবহিত করেন।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, আইওএসসিওর উদ্যোগে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন থাইল্যান্ডের আয়োজনে ব্যাংককে ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত আইওএসসিও’র বার্ষিক সভা হবে।
Posted ২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
desharthonity.com | Rina Sristy