বৃহস্পতিবার ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি সিকিউরিটিজ লেনদেনে গাইডলাইন পরিপালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ জুন ২০২৩ | প্রিন্ট

সরকারি সিকিউরিটিজ লেনদেনে গাইডলাইন পরিপালনের নির্দেশ

সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট সম্প্রসারণ এবং অধিকতর সক্রিয় করার লক্ষ্যে সরকারি সিকিউরিটিজ লেনদেনে নতুন গাইডলাইন ‘গাইডলাইনস অন দ্য সেকেন্ডারি ট্রেডিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ, ২০২৩’ প্রণয়ন করা হয়েছে। এই গাইডলাইন পরিপালনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

গাইডলাইনস অন দ্য সেকেন্ডারি ট্রেডিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ, ২০২৩ প্রসঙ্গে সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট সম্প্রসারণ এবং অধিকতর সক্রিয় করার লক্ষ্যে, বাংলাদেশ ব্যাংকের মার্কেট ইনফ্রাস্টাকচার (এমআই) মডিউলের পাশাপাশি দেশের স্টক এক্সচেঞ্জের (ঢাকা ও চট্টগ্রাম) ট্রেডিং প্লাটফর্মের মাধ্যমে সরকারি সিকিউরিটিজের লেনদেন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লিখিত প্লাটফর্মসমূহে সরকারি সিকিউরিটিজের ক্রয়-বিক্রয়ের বিধি, নীতি, পদ্ধতি, সিকিউরিটিজ ও ফান্ড সেটেলমেন্ট প্রক্রিয়া, লেনদেনের পক্ষসমূহের দায়িত্ব-কর্তব্য এবং লেনদেন সংশ্লিষ্ট যে কোনও বিবাদ (ডিসপোট) নিষ্পত্তি প্রক্রিয়ার বিষয়ে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের বা পক্ষসমূহের জন্য অনুসৃতব্য নির্দেশাবলী সম্বলিত ‘গাইডলাইনস অন সেকেন্ডারি ট্রেডিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ, ২০২৩’ প্রণয়ন করা হয়েছে। যা পরিপালনের জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com