নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ মে ২০২৩ | প্রিন্ট
ইন্দো-প্যাসিফিক আউটলুক ঘোষণা করেছে বাংলাদেশ এবং ওই ভিশন বাস্তবায়নে সহায়তা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
শনিবার (১৩ মে) ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে প্লেনারি সেশনে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট আফরিন আখতার এক প্রশ্নের জবাবে বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুককে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা এটি সমর্থন করি এবং এই ভিশন বাস্তবায়নে বাংলাদেশে সহায়তা করতে আগ্রহী।’
তিনি জানান, আউটলুকে যা বলা হয়েছে সেটি মার্কিন অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ, যেমন ইন্দো-প্যাসিফিকে আইনভিত্তিক ব্যবস্থা, কানেকটিভিটি, অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য বিষয়ে সংগতি রয়েছে।
সম্প্রতি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের মধ্যে অংশীদারত্ব সংলাপ হয়েছে এবং সেখানে নুল্যান্ড মার্কিনিদের স্বাগত জানানোর বিষয়টি উল্লেখ করেছেন বলে জানান আফরিন।
দক্ষিণ এশিয়ার সংযুক্তির বিষয়ে তিনি বলেন, দক্ষিণ এশিয়া এখনও বিশ্বের নিম্ন পর্যায়ের সমন্বিত অঞ্চলগুলোর মধ্যে একটি হিসাবে রয়ে গেছে; বিশেষ করে বাণিজ্য ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ক্ষেত্রে, যা এই অঞ্চলের জন্য বড় ধরনের ব্যয়ের কারণ।
তিনি বলেন, ‘আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশল আমাদের এই বিশ্বাসকে সুস্পষ্ট করেছে যে আমাদের যৌথ সক্ষমতা বৃদ্ধিতে অংশীদারত্বের মাধ্যমে কাজ করা ছাড়া এই অঞ্চলের জন্য আমাদের যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, তা অর্জন করা সম্ভব হবে না। এই প্রচেষ্টার জন্য আঞ্চলিক কাঠামো নির্মাণ ও সুবিধা প্রদান করার বিষয়টি গুরুত্বপূর্ণ।’
Posted ১:১০ অপরাহ্ণ | রবিবার, ১৪ মে ২০২৩
desharthonity.com | Rina Sristy