সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ১৯ পুরস্কার জিতল বিকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ১৯ পুরস্কার জিতল বিকাশ

‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৩’-এ একক ব্র্যান্ড হিসেবে ১৯টি পুরস্কার জিতে নিয়েছে দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এর মাঝে বিকাশ সরাসরি পেয়েছে ১০টি পুরস্কার আর পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়েছে বাকি ৯টি। এ পুরস্কারগুলোর মধ্যে দুটি গোল্ড, ৫টি সিলভার এবং ১২টি ব্রোঞ্জ রয়েছে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড’-এর সপ্তম আসরে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মাঝে। এ বছর পুরস্কারের জন্য ২৪টি ক্যাটাগরিতে ১ হাজার ৩৭টি আবেদন জমা পড়ে, যার মাঝে ১৩৯টি ক্যাম্পেইন বর্ষসেরার স্বীকৃতি পেয়েছে।

বিকাশের ‘আমার বিকাশ ঠেকায় কে’ ক্যাম্পেইনটি জিতে নিয়েছে ‘বেস্ট ভিডিও’ ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার এবং বিকাশের ‘পিন রিসেট’ ক্যাম্পেইনটি গোল্ড জিতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বেস্ট ইউজ অব টিকটক’ ক্যাটাগরিতে।

এদিকে বিকাশ সিলভার পেয়েছে ‘বেস্ট ইউজ অব ডাটা অ্যান্ড অ্যানালিটিকস’, ‘বেস্ট ইউজ অব মোবাইল’, ‘বেস্ট ডিজিটাল এক্সপেরিয়েন্স’, ‘বেস্ট ইউজ অব ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম/নিউ প্ল্যাটফর্ম/ওউন প্ল্যাটফর্ম’, এবং ‘বেস্ট ইউজার জেনারেটেড ক্যাম্পেইন’ ক্যাটাগরিতে।

এছাড়াও বিকাশ পৃথকভাবে তিনটি ব্রোঞ্জ জিতেছে ‘বেস্ট ইউজ অব ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম/নিউ প্ল্যাটফর্ম/ওউন প্ল্যাটফর্ম’ ক্যাটাগরিতে, এবং একটি করে জিতেছে- ‘বেস্ট ইউজ অব ডিসপ্লে’, ‘বেস্ট ইউজ অব ইউটিউব’, ‘বেস্ট ইউজ অব সার্চ’, ‘বেস্ট ইউজ অব ডাটা অ্যান্ড অ্যানালিটিকস’, ‘বেস্ট ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন’, ‘বেস্ট ইউজ অব টিকটক’, ‘বেস্ট ইউজ অব পিআর ইন ডিজিটাল প্ল্যাটফর্ম’, ‘বেস্ট ইউজার জেনারেটেড ক্যাম্পেইন’, এবং ‘বেস্ট ডিজিটাল এক্সপেরিয়েন্স’ ক্যাটাগরিতে।

পুরস্কার জেতা ক্যাম্পেইনগুলোতে পৃথকভাবে বিকাশের পার্টনার প্রতিষ্ঠান হিসেবে ছিল- ম্যাগনিটো ডিজিটাল লিমিটেড, এফসিবি বিটপী, অ্যানালাইজেন, এস্কিমি, এক্স-ইন্টিগ্রেটেডে মার্কেটিং এজেন্সি, প্রথম আলো, এবং টেকনো ম্যাজিক।

প্রতিবছর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় কর্পোরেট ও মার্কেটিং প্রফেশনালদের নিয়ে গঠিত জুরি প্যানেল বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বছরের সেরা মার্কেটিং ক্যাম্পেইনগুলো নির্বাচন করেন।

এ বছর চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করার জন্য ‘শর্ট লিস্টিং’ ও ‘গ্র্যান্ড জুরি’ দুই স্তরে বিচারপ্রক্রিয়া পরিচালিত হয়। প্রাথমিকভাবে ১৩৬ জন জুরির সমন্বয়ে ১০টি জুরি প্যানেল ৪৫৩টি ক্যাম্পেইন সংক্ষিপ্ত তালিকায় দেয়, যা থেকে আরেক স্তরের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত বিজয়ীদের বেছে নেওয়া হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম পরিচালিত ভোক্তা জরিপে টানা চারবার- ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে দেশের সেরা ব্র্যান্ডের পুরস্কার অর্জন করে বিকাশ।

Facebook Comments Box
advertisement

Posted ২:২০ অপরাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com