নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে গত দুদিনে চীন ও পাকিস্তান থেকে আমদানি করা ২২৬ টন পেঁয়াজ দেশে এসেছে। এ নিয়ে চলতি বছরের জুলাই থেকে সোমবার পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ খালাস হয়েছে মোট ২ হাজার ৬৪৫ টন।
চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, রবিবার চীন থেকে আসা ১৬৮ টন পেঁয়াজের ছাড়পত্র দেয়া হয়েছে। আর আজকে (সোমবার) পাকিস্তান থেকে আসা ৫৮ টন পেঁয়াজ ছাড়পত্র দেয়া হয়েছে।
এছাড়াও খালাসের অপেক্ষায় রয়েছে আরও অনেক পেঁয়াজ। এ নিয়ে গত ১০ দিনে চীন এবং পাকিস্তান থেকে আমদানি হয়েছে প্রায় এক হাজার টন পেঁয়াজ।
এদিকে ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে। এ খবরের পর থেকেই দেশের বাজারে এই পণ্যের দাম বাড়াতে শুরু করে। কয়েকদিনের ব্যবধানে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম অন্তত ৫০ থেকে ৮০ টাকা বেড়ে প্রতি কেজি খুচরায় বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।
Posted ২:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy