নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
বাজারে নতুন আলুর সরবরাহ বাড়ছে। কিছু আমদানি করা আলুও রয়েছে। এরপরও কমছে না এ নিত্যপণ্যের দাম।
বিক্রেতারা বলছেন, সাধারণত ডিসেম্বরের শুরুতে বাজারে নতুন আলু আসতে শুরু করলে পুরাতন আলুর দামও কমতে থাকে। কিন্তু এবার তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। বাজারে এখনো পুরাতন আলু ৪৫ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে বাজার নিয়ন্ত্রণে আলু আমদানির উদ্যোগ নেয় সরকার। এরপর এখন পর্যন্ত আলু আমদানি হয়েছে ৩৮ হাজার টন। তবে আমদানির সিদ্ধান্তের পরও বাজারে তার বড় কোনো প্রভাব দেখা যায়নি। উচ্চ মূল্যেই স্থিতিশীল হয়ে আছে পণ্যটি।
রামপুরা মালিবাগ তালতলা বাজার ঘুরে দেখা গেছে, বাজারে খুচরায় পুরোনো আলুর কেজি ৪৫ থেকে ৫৫ টাকা। নতুন আসা আলুর ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তালতলা বাজারে আলু ব্যবসায়ী আবুল হোসেন বলেন, বাজারে নতুন আলু আসা শুরু করলেও এখনো তা পরিমাণে যথেষ্ট নয়। এ কারণে দামে বড় কোনো প্রভাব পড়ছে না। তবে সরবরাহ আরও বাড়লে দাম কিছুটা কমতে পারে।
এদিকে একজন আমদানিকারক বলেন, এখন বাজারে যেসব আলু বিক্রি হচ্ছে, তার বেশির ভাগ ভারত থেকে আমদানি করা। ডলারের বাড়তি দামের কারণে আমদানি খরচও বেশি। তাই আমদানি করা আলু কম দামে বিক্রি করা যাচ্ছে না।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বাজারে এখন প্রতি কেজি আলুর দাম ৪৫ থেকে ৫৫ টাকা। গত বছরের একই সময়ে দাম ছিল ২২ থেকে ২৫ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বাজারে এখন আলুর দাম দ্বিগুণের বেশি।
Posted ১:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy