নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
রাজধানীর মিরপুর-১৩ ও ১৪ নম্বর এলাকায় পোশাকশ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার সড়কে অবস্থান নেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম জানান, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা মিরপুর-১৪ ও ১৩ নম্বর এলাকার সড়কে অবস্থান নেন। ১০টার দিকে তারা মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যায় বলে জানান এই কর্মকর্তা।
গত ২৩ অক্টোবর থেকে শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করে। গত ৭ নভেম্বর পোশাক খাতের জন্য সরকার গঠিত মজুরি বোর্ড ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে। তবে শ্রমিকরা এই নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন। তারা ন্যূনতম মজুরি ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মালিকপক্ষের দেওয়া ১২ হাজার ৫০০ টাকার প্রস্তাবই চূড়ান্ত করে শ্রম মন্ত্রণালয়।
Posted ১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy