সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৫০ বছর পর আফ্রিকায় বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সভা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

৫০ বছর পর আফ্রিকায় বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সভা

মরক্কোর মারাকাশ শহরে শুরু হয়েছে বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা। গতকাল সোমবার মরক্কোর স্থানীয় সময় সকাল ১০টায় গ্লোবাল পার্লামেন্টারিয়ান ফোরামের বৈঠকের মধ্য দিয়ে এ সভা শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এ আয়োজনে বিশ্বের ১৯০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। যোগ দিয়েছেন বিভিন্ন দেশের অর্থমন্ত্রীসহ নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিশেষজ্ঞ, বেসরকারি খাত ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা।

এবারও বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভাতেও যাননি অর্থমন্ত্রী। ওই সভাতেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ৫০ বছর পর আফ্রিকার কোনো দেশে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৯৭৩ সালে আফ্রিকার আরেক দেশ কেনিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়। গত মাসে মারাকাশে বড় ধরনের ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় মরক্কোতে এবার বিশ্বব্যাংক-আইএমএফের সভা হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। শেষ পর্যন্ত সভাটি আয়োজনের সিদ্ধান্তের নেয় দেশটির সরকার। কভিডের কারণে প্রায় তিন বছর পর ২০২২ সালে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলন সশরীরে অনুষ্ঠিত হয়। তার আগে ২০১৯ সালের অক্টোবরে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলন সশরীরে অনুষ্ঠিত হয়েছিল। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর সাধারণত সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে বিশ্বব্যাংক ও আইএমএফের এ সভা অনুষ্ঠিত হয়ে আসছে। পরপর দুই বছর ওয়াশিংটনে হওয়ার পর তৃতীয় বছর অনুষ্ঠিত হয় অন্য কোনো সদস্য দেশে। বোর্ড অব গভর্নরসের সদস্যরা নীতিনির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেন এতে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com