নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
ফেসবুকে ভূমিকম্পের আশঙ্কা নিয়ে পোস্টের বিষয়ে জানতে চাইলে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী হাসান আনসারী বলেন, ‘এটার কোনো বেসিস (ভিত্তি) নেই। এটা গুজব।’
বাংলাদেশে ৭২ ঘণ্টার মধ্যে পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্প হতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পেজ থেকে মঙ্গলবার রাতে পোস্ট করা হয়েছে।
এ ধরনের পোস্টকে গুজব হিসেবে আখ্যায়িত করেছেন একাধিক বিশেষজ্ঞ।
কী আছে পোস্টে
‘সাইবার ৭১ – We Work to Protect Bangladesh’ নামের একটি ফেসবুক পেজে মঙ্গলবার রাতে দেয়া পোস্টে লেখা হয়, ‘বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোতে ৫.৫ থেকে ৬.৮ রিখটার স্কেলের ভূমিকম্প হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। আল্লাহ আমাদের সহায় হোক।’
পোস্টে লক্ষাধিক রিঅ্যাকশন পড়ে। এতে কমেন্ট করেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ। এটি শেয়ার করেন প্রায় ২০ হাজার জন।
গত রাতে একই ধরনের একটি পোস্ট করা হয় ‘Attitude’ নামের পেজে। নারীদের পোশাক বিক্রি করা প্রতিষ্ঠানটি ‘সাইবার ৭১’-এর তথ্যগুলোই শেয়ার করে।
ভূমিকম্প সংক্রান্ত পোস্টটিতে বিশেষজ্ঞদের কথা বলা হলেও কোনো বিশেষজ্ঞের নাম উল্লেখ করা হয়নি।
যা বলছেন বিশেষজ্ঞরা
ফেসবুকে ভূমিকম্পের আশঙ্কা নিয়ে পোস্টের বিষয়ে জানতে চাওয়া হয় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী হাসান আনসারীর কাছে।
তিনি পোস্টটি দেখেছেন জানিয়ে নিউজবাংলাকে বলেন, ‘এটার কোনো বেসিস (ভিত্তি) নেই। এটা গুজব।’
আনসারীর ভাষ্য, ভূমিকম্প আগে থেকে আঁচ করা যায় না। যুক্তরাষ্ট্র, জাপানের মতো দেশ কোটি কোটি ডলার খরচ করেও এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।
তিনি আরও বলেন, পোস্টে বিশেষজ্ঞের কথা বলা হলেও নির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি। একে আমলে নেয়ার কিছু নেই।
ভূমিকম্প সংক্রান্ত ফেসবুকে পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে সচেতনতামূলক পোস্ট দিয়েছেন জনপ্রিয় আবহাওয়াবিদ ও কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
বাংলাদেশ সময় মঙ্গলবার গভীর রাতে ফেসবুকে দেয়া পোস্টে তিনি লিখেন, ‘ভূমিকম্প পূর্বাভাস করা যায় না। এই বিষয়ে গুজব এড়িয়ে চলুন। গুজব প্রচারে বিরত থাকুন। অন্যকেও গুজব প্রচার করতে মানা করুন।
‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের যে সংবাদ ফেসবুকে প্রচার করছে বিভিন্ন ফেসবুক পেজ নামহীন ভূমিকম্প বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে, এই বিষয়ে ইতিমধ্যে ২০ জনের বেশি মানুষ আমার কাছেই তথ্যের সত্যতা নিয়ে জানতে চেয়েছেন।
‘একটি নির্দিষ্ট মাত্রার ভূমিকম্প হবে ও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হবে এই রকম কোনো পূর্বাভাস পৃথিবীর স্বীকৃত কোনো ভূমিকম্প বিজ্ঞানী এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। ভূমিকম্প নিয়ে মানুষের জানার সীমা এখন পর্যন্ত কোন স্থানে ভূমিকম্প হতে পারে ও সেই স্থানে কত মানের ভূমিকম্প হওয়ার মতো স্থিতিশক্তি জমা হয়েছে।’
তিনি আরও লিখেন, ‘বাংলাদেশের আশপাশে ভূমিকম্প পরিমাপক যন্ত্রের সংখ্যা খুবই নগণ্য। বড় ভূমিকম্প হওয়ার পূর্বে কোন কোন স্থানে ১ থেকে ৩ মাত্রার ছোট-ছোট ভূমিকম্প হতে পারে, তবে এত ছোট মানের ভূমিকম্প পরিমাপের জন্য যে পরিমাণ সূক্ষ্ম যন্ত্র দরকার সেই পরিমাণে সূক্ষ্ম যন্ত্র বাংলাদেশের আশপাশে নাই (আমার জানা তথ্য অনুসারে)। ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের যে সংবাদ ফেসবুকে প্রচার করছে বিভিন্ন ফেসবুক পেজ নামহীন ভূমিকম্প বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে, তার স্বপক্ষে আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্যপ্রমাণ নাই।
‘বাংলাদেশের পূর্ব ও উত্তর পাশে খুবই সক্রিয় ভূমিকম্প বেল্ট রয়েছে, যে সকল ফল্টে ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমা রয়েছে। ফলে যেকোনো মুহূর্তে বাংলাদেশের আশপাশে বড় মানের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নির্দিষ্ট করে পূর্বাভাস করা সম্ভব না যে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।’
Posted ১২:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | munny akter