নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ তিন দফা দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপোর ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে এ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। এতে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের তিন দফা দাবি গুলো হচ্ছে জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।
Posted ১:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy