সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখের ‘জওয়ান’ সিনেমার টিকিট মূল্য ৩১০০ টাকা!

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

শাহরুখের ‘জওয়ান’ সিনেমার টিকিট মূল্য ৩১০০ টাকা!

চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে ঝড় তুলেন বলিউড বাদশা শাহরুখ খান। তার পরবর্তী সিনেমা ‘জওয়ান’। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মুক্তি পায় অ্যাটলি পরিচালিত এ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৪৫ সেকেন্ডে বহরূপী শাহরুখ ভক্তদের মনে ঝড় তুলেছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। তবু টিকিট সংগ্রহ করতে ভিড় করছেন শাহরুখ ভক্তরা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের জনপ্রিয় শহরগুলোর মধ্যে রয়েছে— মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, চণ্ডীগড়, চেন্নাই, পুণে, কলকাতা। এসব শহরের মধ্যে মুম্বাই ও দিল্লিতে ‘জওয়ান’ সিনেমার (২ডি হিন্দি ভার্সন) টিকিট সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। মুম্বাই-দিল্লিতে সিনেমাটির টিকিট মূল্য সর্বোচ্চ ২৩০০ এবং ২৪০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩১৮০ টাকা)।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। বেলা ৩টা পর্যন্ত সিনেমাটি মুক্তির প্রথম দিনের ১ লাখ ১৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। এরই মধ্যে অগ্রিম ৪ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ ২ লাখ টিকিট বিক্রি হবে।

‘জওয়ান’ সিনেমা পরিচালনা করছেন তামিল সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

এ সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি।

Facebook Comments Box
advertisement

Posted ১:১১ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com