সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সবজির সঙ্গে বেড়েছে রসুন-পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট

সবজির সঙ্গে বেড়েছে রসুন-পেঁয়াজের দাম

আজ ডিমের দাম বাড়ছে তো কাল পেঁয়াজ। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। মাস না পেরোতেই অনেকেরই পকেট হয়ে যাচ্ছে খালি। তবুও মেলাতে পারছেন না জীবনের ন্যূনতম ছন্দ। এ অবস্থায় কঠোরভাবে বাজার তদারকির দাবি তুলেছেন ভোক্তারা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা ও রসুন বেড়েছে ১০ টাকা।মানভেদে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায় এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকার দরে। তবে, বাড়তি এই দামের জন্য আমদানিকারকদের দুষছেন পাইকারি ব্যবসায়ীরা।

বাজারে পোল্ট্রি মুরগির লাল ডিমের দাম প্রতি ডজনে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়ে গেছে সবজির দাম। বেগুন, করলা, বরবটির কেজি শতের ঘরে। অন্যান্য সবজির দামও কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

সবজি ব্যবসায়ীরা বলছেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ক্ষেতে পানি জমে সবজির ক্ষতি হয়েছে। ভিজে নরম হয়ে ক্ষেতেই পচে যাচ্ছে অনেক সবজি। এতে বাজারে সবজির সরবরাহ কমেছে, চাহিদার কারণে বেড়ে গেছে দাম।

রাজধানীর খিলক্ষেত বাজারে কালো গোল বেগুন প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা ও লম্বা বেগুন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। করলা প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা, কাঁচামরিচ ২০০ থেকে ২৪০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা, মুখী কচু ৮০ টাকা, বরবটি ৯০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা, ঢেঁড়শ ও পটোল ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা ও আলু ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে সপ্তাহের ব্যবধানে পাকা টমেটোর দাম কিছুটা কমে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি ব্যবসায়ী কালাম বলেন,বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম। তিনি জানান, পাইকারিতেই বড় গোল বেগুনের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যান্য সবজির দামও পাইকারিতে কেজি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এতে খুচরায় দাম বেড়ে বেশির ভাগ সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে।

ছেলেমেয়ে নিয়ে সোহেলের চারজনের সংসার চলে ফুটপাতের এই ছোট্ট দোকান দিয়ে। যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে তাতে তার টিকায় দায় হয়ে যাচ্ছে বলে জানান। পণ্যের বাড়তি দাম নিয়ে তিনি বলেন, প্রতিটি জিনিসের দাম বেশি। কি খাবো। ডিমের দামও আমাদের নাগালের বাইরে। মাংসের কথা আর কি বলবো।

পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, গত শনিবার পেঁয়াজ রফতানিতে ভারত ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় অনেক আমদানিকারক পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন। এতে বাজারে সরবরাহ কমে দাম চড়েছে। অনেকে আবার বাড়তি শুল্ক দিয়েই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন। এর প্রভাবও পড়েছে দামে।

বেনাপোল বন্দর দিয়েও তিন দিন থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। পেঁয়াজ ব্যবসায়ী আপেল মাহমুদ জানান, বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগআঁচড়ায় খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। মঙ্গলবার সকাল থেকে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বুধবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com