নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীতে কালো পতাকা মিছিল করবে দলটি। যুগপৎ এই কর্মসূচি নিজ নিজ অবস্থান থেকে পালন করবে সমমনা দল ও জোটগুলো।
বিকেল ৩টায় রাজধানীর শ্যামলী লিঙ্ক রোড থেকে বছিলা চৌরাস্তা ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে নারিন্দা পর্যন্ত কালো পতাকা মিছিল হবে। এতে বিএনপির শীর্ষ নেতারা অংশ নেবেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আরামবাগ-মতিঝিল-শাপলা চত্বর-ইত্তেফাক মোড়-রাজধানী মার্কেট মোড় হয়ে নারিন্দা গিয়ে শেষ হবে। প্রধান অতিথি হিসেবে এতে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তাদের মিছিলটি শ্যামলী স্কয়ারে শুরু হয়ে রিং রোড-শিয়া মসজিদ মোড়-তাজমহল রোড-নূরজাহান রোড-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আর যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিকেল ৪টায় শাহবাগ মোড় থেকে এলিফ্যান্ট রোড হয়ে নিউমার্কেট, ১২ দলীয় জোটের উদ্যোগে বিকেল ৪টায় বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে শুরু করে শান্তিনগর মোড় পর্যন্ত কালো পতাকা মিছিল হবে। এ ছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট বিকেল ৩টায় পুরানা পল্টন আল-রাজী কমপ্লেক্সের সামনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কারওয়ান বাজার এফডিসিসংলগ্ন এলাকায়, গণফোরাম ও পিপলস পার্টি বিকেল ৪টায় মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে, গণঅধিকার পরিষদ বিকেল ৪টায় পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, লেবার পার্টি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বেলা ১১টায় বিজয়নগর শ্রম ভবনের সামনে, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) বিকেল ৫টায় মালিবাগে দলের কার্যালয়ের সামনে, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ের সামনে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) বিকেল ৩টায় পুরানা পল্টন আল-রাজী কমপ্লেক্সের সামনে, জনতার অধিকার পার্টি বিকেল সাড়ে ৩টায় বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে কালো পতাকা মিছিল করবে। বাংলাদেশ জাতীয় পার্টিও (পার্থ) আজ কালো পতাকা মিছিল করবে।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩
desharthonity.com | munny akter