মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন মাস অন্তর প্রকাশ হবে জিডিপি প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | প্রিন্ট

তিন মাস অন্তর প্রকাশ হবে জিডিপি প্রবৃদ্ধি

বর্তমানে এক বছর পর প্রকাশ হয় দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য। তবে বিশ্বের উন্নত দেশগুলো বছরে চারবার অর্থাৎ তিন মাস পর জিডিপি প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও চলতি (২০২২-২৩) অর্থবছরের চতুর্থ কোয়ার্টারের ত্রৈমাসিক জিডিপি আগামী জুন মাসে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে ত্রৈমাসিক জিডিপি (২০১৫-১৬ থেকে ২০২১-২২ অর্থবছর) প্রাক্কলন শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপের আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বুধবার (৩ মে) রাজধানীর বিবিএস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মো. মতিয়ার রহমান।

কর্মশালায় উপস্থিত ছিলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক অর্থনীতি অনুবিভাগ) রেহানা পারভীন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ট্যাকসেস লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) আহাম্মদ উল্যাহ প্রমুখ।

একটি দেশ অর্থনৈতিকভাবে কতটা উন্নতি করছে তার প্রধান নিয়ামক অর্থনৈতিক প্রবৃদ্ধি। সহজ ভাষায় বলতে গেলে অর্থনীতিতে প্রবৃদ্ধি বলতে মোট দেশজ উৎপাদন কতটা বেড়েছে তার শতকরা মানকে বোঝায়। বছর ভিত্তিক প্রবৃদ্ধি হিসাবের সময় বছরের পণ্য ও সেবার মূল্যমান চলতি মূল্যে ধরা হয়। এখন এটা তিন মাস অন্তর প্রকাশ করা হবে।

বিবিএস জানায়, বর্তমানে জিডিপির ভিত্তিবছর ২০০৫-০৬ থেকে ২০২৫-১৬ তে পরিবর্তনে কাজ শেষ হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে বার্ষিক জিডিপি প্রাক্কলন ও প্রকাশ করা হচ্ছে। নতুন ভিত্তিবছরের জিডিপি প্রাক্কলনের জন্য বিবিএস দেশের অর্থনীতির ১৯টি খাতের মূল্য সংযোজন প্রাক্কলন করে থাকে। বাংলাদেশ সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পর্যায়ে বিবিএস বার্ষিক জিডিপি প্রাক্কলনের পাশাপাশি ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে বিবিএস আইএমএফের কারিগরি সহায়তায় আন্তর্জাতিক দিকনির্দেশনা মেনে ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত সময়ের ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের কাজ শেষ করেছে।

ত্রৈমাসিক জিডিপি অর্থনীতির গতিপ্রকৃতি পর্যবেক্ষণের একটি স্বল্পমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। বিবিএস ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, সংস্থা থেকে সেকেন্ডারি ডাটা ব্যবহার করছে। ফলে স্পষ্টত ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের সঙ্গে অন্যান্য দপ্তর-সংস্থার যথেষ্ট সম্পৃক্ততা রয়েছে।

বিদ্যমান পরিকল্পনা অনুযায়ী ২০১৫-১৬ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত প্রাক্কলিত ত্রৈমাসিক জিডিপি চলতি বছরের জুন মাস থেকে প্রকাশ করা হবে। আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী কোনো কোয়ার্টার অতিক্রান্ত হওয়ার পরবর্তী ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ত্রৈমাসিক জিডিপি প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া, ত্রৈমাসিক জিডিপি একটি চলমান প্রক্রিয়া হিসেবে পরবর্তীতে নিয়মিতভাবে প্রকাশ করা হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, দেরিতে হলেও আমরা ত্রৈমাসিক জিডিপি প্রকাশ করতে যাচ্ছি। বিশ্বের অনেক দেশ এটা করছে। ত্রৈমাসিক জিডিপি প্রকাশ করতে গিয়ে প্রথমে একটু কম দেখাবে, এতে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা দেখবেন প্রথম কোয়ার্টারে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সামান্য বাস্তবায়ন হয়, বছর শেষে কিন্তু এটা ৯০ শতাংশের বেশি হয়। ত্রৈমাসিক জিডিপি প্রকাশ করতে গেলেও একই হতে পারে।

তিনি বলেন, বিশ্বের ৬৮ শতাংশ বা ১৩৭টি দেশ ত্রৈমাসিক জিডিপি প্রকাশ করে। আমরা আইএমএফের চাপে এগুলো করছি না, সরকারের পরামর্শেই ত্রৈমাসিক জিডিপি প্রবৃদ্ধি বের করতে যাচ্ছি।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, ৫০ বছরে দেশ অনেক দূর এগিয়েছে। বর্তমানে বছরে জিডিপি প্রবৃদ্ধি প্রকাশ করা হয়, তবে আমাদের কারেন্ট তথ্য দরকার। এ কারণে বছরের পরিবর্তে তিন মাস পর পর জিডিপি তথ্য প্রকাশ করা হবে। ত্রৈমাসিক জিডিপি করতে হবে- কারণ এখন আমরা উন্নত দেশ হচ্ছি, এটা সময়ের দাবি।

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com