নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে এই পদে দায়িত্ব পালন করবেন। অন্য প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। চুক্তির বিস্তারিত শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রে নির্ধারিত হবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) কর কমিশনার হিসেবে কর্মরত আছেন।
অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। তার অংশ হিসেবে আয়কর আইন পর্যালোচনা করতে একটি টাস্কফোর্স গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এ টাস্কফোর্সের প্রধান ছিলেন।
Posted ৮:০০ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd