মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিউচ্যুয়াল ফান্ড খাতের সমস্যার টেকসই সমাধান হবে: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

মিউচ্যুয়াল ফান্ড খাতের সমস্যার টেকসই সমাধান হবে: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, মিউচ্যুয়াল ফান্ড খাতকে যথাযথভাবে গঠন করতে না পারলে দেশের পুঁজিবাজার আগামীতে সামনে আগাতে পারবে না। পুঁজিবাজার ও মিউচ্যুয়াল ফান্ড খাতের সমস্যা ও প্রতিবন্ধকতাসমূহ দূর করে টেকসই সমাধান করা হবে।

 

সোমবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশ’ শীর্ষক সভায় পুঁজিবাজারে কর্মরত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর শীর্ষ প্রতিনিধিদের তিনি এসব কথা বলেন।

এ সময় সভায় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মো. আলী আকবর, বিএসইসির কমিশনার ফারজানা লালারুব, বিএসইসির কর্মকার্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, দেশের পুঁজিবাজারের কর্মরত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) উপস্থিত ছিলেন।

বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, “মিউচ্যুয়াল ফান্ড খাত পুঁজিবাজারের সম্মুখভাগে থাকা উচিত। কারণ এটি পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভালো বিকল্প হিসেবে কাজ করে। মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ দক্ষ ও অভিজ্ঞ ফান্ড ম্যানেজারদের মাধ্যমে পুঁজিবাজারে আসে, যার ফলে বিনিয়োগকারীদের বিনিয়োগ লাভজনক হওয়ার সম্ভবনা বৃদ্ধি পায় এবং তাদের বিনিয়োগ অধিক সুরক্ষা পায়।

অনুষ্ঠিত আলোচনা সভায় অনেক গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা উঠে এসেছে এবং বিএসইসি মিউচ্যুয়াল ফান্ড খাতের উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব ধরনের সহায়তা দিতে ইচ্ছুক বলে উল্লেখ করেন খন্দকার রাশেদ মাকসুদ।

এছাড়া দেশের মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংঘবদ্ধভাবে কাজ করার উপর খাত সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিএসইসি চেয়ারম্যান পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতের সংস্কার ও উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে একসাথে একযোগে একই লক্ষ্যে বিশ্বাসের সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। সবার ঐকান্তিক প্রচেষ্টা ও ইচ্ছার মাধ্যমে আগামীতে দেশে মিউচ্যুয়াল ফান্ড খাতের উজ্জ্বল ভবিষ্যত গড়ে উঠবে বলে তিনি সভায় আশাবাদ ব্যক্ত করেন।

পুঁজিবাজারের সংস্কারে বিএসইসির গঠিত টাস্কফোর্স ‘ফোকাস গ্রুপ’ করার মাধ্যমে বাজার সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করে আরো বৃহৎ পরিসরে কাজ করা শুরু করেছে এবং ইতোমধ্যে বাজার সংশ্লিষ্ট অনেকে এর সাথে যুক্ত হয়েছেন ও আগামীতে আরো অনেকে যুক্ত হবেন বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, পুঁজিবাজারে কর্মরত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের শীর্ষ প্রতিনিধিরা দেশের পুঁজিবাজারের মিউচ্যুয়াল ফান্ড খাতের বর্তমান পরিস্থিতি ও সংস্কারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়টি অনুষ্ঠিত সভায় বিশেষ গুরুত্ব পায়।

সভায় অন্যান্যের মধ্যে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা, পুঁজিবাজারের বিদ্যমান বিভিন্ন রুলস ও রেগুলেশনের প্রয়োজনীয় সংস্কার আনা ও যুগোপযোগী করা, বহুজাতিক কোম্পানিসহ ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণ, পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব করতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি, মিউচ্যুয়াল ফান্ড বাতে সংশ্লিষ্ট করের ক্ষেত্রে সংস্কার আনয়ন, বিনিয়োগ শিক্ষার মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড প্রসারে উদ্যোগ গ্রহণ, বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করতে তাদের মুনাফা এবং মূলধনী লাভসহ বিনিয়োগের প্রত্যাবাসন সহজ করা, মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রচার বৃদ্ধির মাধ্যমে এই খাতের জনপ্রিয়তা বৃদ্ধি, প্রশিক্ষণসহ প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে এই খাত সংশ্লিষ্টদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, পুঁজিবাজারের মিউচ্যুয়াল ফান্ড খাতের জন্য নীতিসহায়তা প্রদান এবং নীতি সম্পৃক্ত সংস্কারের জন্য সংশ্লিষ্ট সরকারী প্রতিষ্ঠান ও সংস্থার (বিশেষত বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিএসইসি) সমন্বিত উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ, বিনিয়োগকারীদের সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ ইত্যাদি প্রস্তাবনা উত্থাপন করা হয়।

সভায় দেশের পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতের শীর্ষ প্রতিনিধিবৃন্দ দেশের পুঁজিবাজারের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে তারা পুঁজিবাজারের বিদ্যমান সংকটসমূহ নিরসনে ও সংস্কারের প্রক্রিয়ায় বিএসইসি’র গৃহীত উদ্যোগসমূহের প্রশংসা করেন এবং সাধুবাদ জানান। সর্বোপরি, আগামীতে দেশের মিউচ্যুয়াল ফান্ড খাতের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং এই খাতের টেকসই সংস্কার ও উন্নয়নের ফলশ্রুতিতে পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন ও প্রবৃদ্ধি নিশ্চিত হবে বলে সভায় উপস্থিত সবার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ১:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com