নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
হিন্দু ধর্মালম্বীদের সর্বোবৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।। আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে রবিবার (১৩ অক্টোবর) পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) অর্থাৎ দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্তের কথা জানিছে অন্তরবর্তীকালীন সরকার। এর ফলে সরকারি চাকরিজীবীরা এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছে।
আগামী বৃহস্পতিবার সরকার ঘোষিত অতিরিক্ত ছুটি। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর রবিবার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী বন্ধ থাকবে। এর ফলে ৪দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন।
টানা ৪দিন বন্ধ থাকার পর সোমবার (১৪ অক্টোবর) থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চালু হবে।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
desharthonity.com | Rina Sristy