নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারবাজারে নন-কনভার্টেবল, কিউমিলেটিভ, রিডেমেবল এবং নন-পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়ন করবে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে জিপিএইচ ইস্পাত।
Posted ১:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
desharthonity.com | Rina Sristy