সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাওয়ার গ্রিডের পরিশোধিত মূলধন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ | প্রিন্ট

পাওয়ার গ্রিডের পরিশোধিত মূলধন বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের পরিশোধিত মূলধন বেড়েছে। প্রিফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটির এ মূলধন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জুন) বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ২৫০ কোটি ৫৪ লাখ ০৪ হাজার ৯৭৬ টি অপূরণীয় এবং অ-সংরক্ষিত প্রিফারেন্স শেয়ার ইস্যু করেছে। অর্থসূচকডটকম যার মোট মূল্য ২ হাজার ৫০৫ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬০ টাকা ।

পূর্বে কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের পরিমান ছিলো ৮ হাজার ৫৫৪ কোটি ৯১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা। অর্থসূচকডটকম এর মাঝে সাধারণ শেয়ার ছিলো ৯১৩ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ৯১০ টাকার এবং প্রিফারেন্স শেয়ার ছিলো ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকার।তবে বর্তমানে প্রায় আড়াই হাজার কোটি টাকার নতুন প্রিফারেন্স শেয়ার ইস্যুর ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধনে মোট প্রিফারেন্স শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৬ কোটি ৫১ লাখ ০৯ হাজার ৯৯০ টাকা। অর্থসূচকডটকম ফলে টাকার অংকে কোম্পানিটির সর্বশেষ পরিশোধিত মূলধনের পরিমান দাঁড়িয়েছে ১১ হাজার ৬০ কোটি ৩১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা।

উল্লেখ, গত ১৯ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড কে অপূরণীয় এবং অ-সংরক্ষিত প্রিফারেন্স শেয়ার ইস্যু করার অনুমোদন দেয়।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com