নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | প্রিন্ট
রমজানে উপলক্ষে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে চাল-ডাল-তেল মজুত করেছিল তিন ব্যবসা প্রতিষ্ঠান। এই খবরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানগুলোকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন।
সোমবার (১৮ মার্চ) রাজধানীর জুরাইনে দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চলে।
ওই তিন প্রতিষ্ঠান হলো- জনপ্রিয় স্টোর (ম্যানেজার নজরুল ইসলাম), মেসার্স ফরিদপুর রাইস এজেন্সি (ম্যানেজার জহিরুল ইসলাম) এবং মেসার্স আরব রাইস এজেন্সি (ম্যানেজার নিজাম উদ্দিন)। এদের মোট তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে তাদের কাছ থেকে ২৩ হাজার ২০০ কেজি চাল, ২০০০ কেজি ডাল এবং ১৫০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দণ্ডপ্রাপ্তরা তাদের অপরাধ স্বীকার করেন। তারা দীর্ঘদিন ধরে এ অপরাধ করে আসছিলেন বলে জানান।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, অবৈধভাবে পণ্য মজুতকারী প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
Posted ২:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
desharthonity.com | Rina Sristy