নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৮ মার্চ ২০২৪ | প্রিন্ট
বেইলি রোডের অগ্নিকাণ্ডের পর বিভিন্ন রেস্তরাঁয় সরকারি সংস্থাগুলোর অভিযানকে নৈরাজ্য বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ রেস্তরাঁ মালিক সমিতি। তাই এ খাতের বিনিয়োগ ও কর্মসংস্থানকে রক্ষা করার জন্য সবার সহযোগিতা চেয়েছে সংগঠনটি। অন্যথায় রেস্তোরাঁ ব্যবসায়ীদের নিয়ে ২০ মার্চ মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব ইমরান হাসান।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন।
মানববন্ধনের পরও সমস্যার সমাধান না হলে প্রতীকী হিসেবে ১ দিনের জন্য সারাদেশে সব রেস্তোরাঁ বন্ধের হুমকি দেন ইমরান। প্রয়োজন হলে পরবর্তীতে পর্যায়ক্রমে অনির্দিষ্টকালের জন্য সব রেস্তরাঁ বন্ধ করে দেয়া হবে বলে জানান।
রেস্তরাঁ মালিক সমিতির মহাসচিব আরও বলেন, “যেকোনো পরিস্থিতিতে সংকট উত্তরণের রাস্তা বের করা যেতে পারে। মাথা ব্যথা তাই বলে মাথাতো কেটে ফেলা যায় না। ঝুঁকিপূর্ণ অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহিৃত করে ব্যবস্থা নেওয়া যেতে পারে, গণহারে অভিযান নয়।”
Posted ৪:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০২৪
desharthonity.com | Rina Sristy