মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে অন্তত ৩ দিন লাগবে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ মার্চ ২০২৪ | প্রিন্ট

চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে অন্তত ৩ দিন লাগবে

কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগে শিডিউল বিপর্যয় ঘটেছে। যোগাযোগ অব্যাহত রাখতে বর্তমানে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। দুটি লাইন সচল করে চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক করতে অন্তত তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন রেলপথ সচিব ড. হুমায়ুন কবির।

সোমবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর রেল ভবনে দুর্ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, রেলওয়ে দুর্ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ে তদন্ত কমিটি গঠন করেছে। দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে একজনের বক্তব্য নেওয়া হয়েছে। সেটা বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। সেখানে আসলে কি ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাবে না।

তাপের কারণে রেললাইন বেঁকে গিয়েছিল কি না– জানতে চাইলে তিনি বলেন, এটা এখনো বলা যাচ্ছে না। আমাদের টেকনিক্যাল কমিটি কাজ করছে। দুর্ঘটনার ফলে ট্রেনগুলো বাজেভাবে একটি লাইন থেকে আরেকটা লাইনের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বর্তমানে একটা লাইন চালু করা হয়েছে। অন্য লাইনে নতুন স্লিপার এবং লাইন বসাতে হবে। রেল অপারেশন স্মুথ করতে অন্তত তিন দিন সময় লাগবে।

প্রসঙ্গত, রোববার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ১৮টি বগির মধ্যে ইঞ্জিনের সঙ্গের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায়। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৩ অপরাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com