মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মানলে ৬০ ভাগ কিডনি রোগ প্রতিরোধ সম্ভব

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪ | প্রিন্ট

স্বাস্থ্যবিধি মানলে ৬০ ভাগ কিডনি রোগ প্রতিরোধ সম্ভব

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করলে ৫০ থেকে ৬৯ ভাগ কিডনি রোগ প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ সামাদ।

শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ক্যাম্পস আয়োজিত ১৯তম ‘কিডনি চিকিৎসায় সমঅধিকার, অর্জনে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে এ কথা বলেন তিনি।

 

অধ্যাপক সামাদ বলেন, সবাই যদি কিডনি রোগের ব্যাপকতা, ভয়াবহতা, পরিণতি ও কারণ সম্পর্কে সচেতন থাকে এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করে, তাহলে ৫০ থেকে ৬০ ক্ষেত্রে কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব।

 

প্রতি বছর ১ কোটি ৩০ লাখ লোক আকস্মিক কিডনি বিকল রোগে আক্রান্ত হয়, যার ৮৫ ভাগই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে। উন্নত দেশেও কিডনি বিকলের চিকিৎসা করতে গিয়ে সরকার হিমশিম খাচ্ছে জানিয়ে অধ্যাপক সামাদ আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে। বর্তমানে ৮৫ কোটির অধিক লোক দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। দুঃখজনক হলেও সত্য এরমধ্যে ৭৫ কোটি রোগী জানে না যে কিডনি রোগ নীরবে তাদের কিডনি নষ্ট করে চলেছে।

 

গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন, অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, অধ্যাপক ডা. এ কে আজাদ খান প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ অপরাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com